গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে

    0
    270

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭মার্চঃ আজ ৭ মার্চ শনিবার সকাল ১১টায় জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন-এর উদ্যোগে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি বের করে। সমাবেশে বক্তারা ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-এর তাৎপর্য তুলে ধরে বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় লড়াই-সংগ্রামের বিকল্প নেই। লড়াই-সংগ্রামের মধ্যদিয়ে কিছু অধিকার প্রতিষ্ঠিত হলেও এখনো গৃহশ্রমিকের শ্রম আইনে অন্তর্ভুক্তি হয়নি। জাতীয় সংসদে কয়েকবার আলোচনা হলেও তা বাস্তবায়ন হয়নি। নেতৃবৃন্দ বলেন, আইএলও কনভেনশন-১৮৯ অনুস্বাক্ষর অনুযায়ী অবিলম্বে শ্রম আইনের বাস্তবায়ন চাই।

    সংগঠনের সভাপতি আঞ্জুমান আরা বেগম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আবুল হোসাইন, সংগঠনের সহসভাপতি মমতাজ বেগম, গৃহায়ন ও পুনর্বাসন সম্পাদক আছিয়া খাতুন নিলু, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন, গৃহশ্রমিক নেটওয়ার্কের আহ্বায়ক সুলতান আহমেদ, ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর সম্পাদক কমরেড কিশোর রায়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

    সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার।