গাজীপুর ও রংপুর মহানগর পুলিশের অধীনে

    0
    220

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭ডিসেম্বরঃ অন্যান্য সিটি করপোরেশন এলাকার মতো গাজীপুর, রংপুর ও মহানগর পুলিশ পেতে যাচ্ছে।

    সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন ২০১৫’ এবং ‘রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৫’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
    মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য্য বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “প্রতিটি মেট্রোপলিটন এলাকার আলাদা পুলিশ আছে। এবার গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন এলাকার জন্যও আলাদা পুলিশ গঠনের আইন হচ্ছে।”

    প্রস্তাবিত আইনের খসড়ায় গাজীপুর জেলার জয়দেবপুর, টঙ্গী ও কালিয়াকৈর থানার মৌচাক ও সফিপুর ইউপি এলাকা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গঠন করার কথা বলা হয়েছে। সালনা, জয়দেবপুর, চৌরাস্তা, কোনাবাড়ী, মীরেরবাজার, বোর্ডবাজার, মৌচাক, কাশিমপুর, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম—এই ১০টি এলাকা নিয়ে জিএমপির ১০টি থানা করার প্রস্তাব করা হয়েছে।

    অন্যদিকে, রংপুর সিটি করপোরেশন এলাকায় ছয়টি থানা নিয়ে রংপুর মহানগর পুলিশ ইউনিট করার প্রস্তাব করা হয়েছে। ছয়টি থানা হলো কোতোয়ালি, হাজীরহাট, পরশুরাম, তাজহাট, মাহীগঞ্জ ও হারাগাছ।নতুনবার্তা