গাজীপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

    0
    503
    গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার ব্যবসায়ী হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

    গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।

    গাজীপুর আদালত পরিদর্শক রবিউল ইসলাম জানান, ২০০৩ সালের ১ এপ্রিল গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার ব্যবসায়ী মোশাররফ হোসেন (৩২) পূর্ব শত্রুতার জের ধরে খুন হয়। এ ঘটনায় ওইদিন নিহতের ভাই মোবারক হোসেন বাদী হয়ে ছয় জনকে আসামি করে মামলা করেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

    তদন্ত শেষে প্রায় ১০ বছর পর আদালত ওই ছয় জনকে সাজা দিয়েছে।

    রায়ে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, নগদ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাদের প্রত্যেককে আরো এক বছর কারাদ- দেয়া হয়।

    দণ্ডিতরা হলেন- আহম্মদ আলী, আতিকুল ইসলাম, মনির হোসেন, মোহাম্মদ আলী, বাবুল ওরফে মঞ্জুর ও রায়হান ওরফে রিংকু।

    এদের মধ্যে রায়হানের বাড়ি কাপাসিয়া উপজেলার রায়েত গ্রামে এবং বাকিদের বাড়ি শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে।

    রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. জাকির হোসেন। রায় ঘোষণার সময় বাদী ও আসামি পক্ষের সবাই উপস্থিত ছিলেন।