গরুর গোশত খাওয়া নিয়ে ভারতে তীব্র সমালোচনা

    0
    220

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪মে: গরুর গোশত খাওয়া নিয়ে ভারতের বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের মন্ত্রী মুখতার আব্বাস নাকভির এক বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে বিভিন্ন মহল থেকে।

    মুখতার আব্বাস নাকভি হিন্দি গণমাধ্যম ‘আজতক’ আয়োজিত ‘মন্থন’ নামক অনুষ্ঠানে মন্তব্য করেন,

    ‘যদি কেউ গরুর গোশত না খেতে পেয়ে মারা যায়, তাহলে তিনি পাকিস্তানে বা আরব দেশে চলে যান। এদেশে তার কোনো স্থান নেই। ভারতে গরুর গোশত পাওয়া যাবে না।’

    নাকভি’র এ ধরণের মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরেই তীব্র সমালোচনা শুরু হয়েছে।

    জেডিইউ নেতা কে সি ত্যাগী বলেছেন, ‘নাকভি’র এই বিবৃতি দেশ বিরোধী। এজন্য তাকে ক্ষমা চাইতে হবে।’

    কংগ্রেস নেতা শান্তারাম নাইক বলেছেন, ‘বিজেপি’র সমস্ত সংগঠন চায় ভারতের সংখ্যালঘুরা পাকিস্তানে চলে যাক, এটাই ওদের নীতি।’

    এজিপি নেতা দুর্গাদাস বোড়ো বলেছেন, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এ ধরণের কথা বলা উচিত নয়।’

    বিশিষ্ট চিত্র পরিচালক মুকেশ ভাট মন্ত্রী নাকভিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি এ ধরণের কথা কিভাবে ভাবতে পারলেন? এটা কোনো মন্ত্রীর দেয়া সবচেয়ে মূর্খতাপূর্ণ বিবৃতি।’

    অভিনেতা রাজা মুরাদ বলেছেন, ‘আমাদের বারবার এটা প্রমাণ করার প্রয়োজন নেই যে, আমরা দেশের প্রতি বিশ্বস্ত। আমাদের এদেশে থাকার জন্য কারো দয়া, সহানুভুতি বা প্রমাণপত্রের প্রয়োজন নেই।’

    নাকভির বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকারও। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘দায়দায়িত্ব বুঝে সবাই কথা বলবেন, এটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রীও এটা বারবার বলেছেন।’ইরনা