খ্রীস্টান কমিউনিটি তুলুজ এর ফ্রান্স’ এ  মিলন মেলা

    0
    388

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০অক্টোবর,আবু তাহির,প্যারিসঃ মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা অগ্নি সম্মান গুচি হোক ধরা – মিলে মিশে এক হওয়ার এ মন্ত্র নিয়েই বাংলাদেশী খ্রীস্টান কমিউনিটি তুলুজ ফ্রান্স’র উদ্যোগে অনুষ্ঠিত হল মিলন মেলা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান| তুলুজ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত  চার্চ সেন্ট সেরনা চার্চ – এ খ্রিস্ট্ঘাগ উৎসর্গ করেন লিয়ন শহর থেকে আগত বাঙ্গালী ফাদার বার্নাড সরকার |গত ২৫শে অক্টোবর  খ্রীস্টান সমাজের এই মহা মিলন মেলাকে আরো শক্তিশালী ও আনন্দঘন করার জন্য স্থানীয় চার্চের অডিটোরিয়ামে আয়োজন করাহয়েছিলন এক প্রীতিভোজের| মার্করায় ও মিসেস জেনেট দোলা কর্তৃক সঞ্চালিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শুভেছা বক্তব্য রাখেন ফাদার বার্নাড সরকার , সংগঠনের উপদেষ্ঠা ও বিশেষ অতিথি সেন্ট মেরনা চার্চ এর ফাদার ভিনসেন্ট গালোয়া|

    পাচ সদস্য বিশিষ্ট উপদেষ্ট্রা পরিষদ এবং ১১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী পরিষদ এর পরিচয়ের পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান | পুরো অনুষ্ঠান জুড়ে নাচ, গান, কবিতা,ছড়া ইত্যাদি’র মাধ্যমে উপস্থিত সকল দর্শকদের আনন্দে মাতিয়ে রাখে|  উক্ত কমিউনিটির সকলে নিজেদেরকে আরো একতার সাথে শক্তিশালী সংগঠন গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন |প্রবাসের ব্যাস্ততার অবসরে এ মিলনমেলা তুলুজে বসবাসরত খ্রিষ্টান কমিউনিটিতে দেয় অফুরন্ত আনন্দ।   নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে গল্প-আড্ডাতে প্রকাশ করেন উপস্হিত প্রবাসীরা।

    সমাজকে অসহিষ্ণুতা, হিংসা, বিদ্বেষ ও দ্বন্দ্ব-সংঘাতের অশুভ প্রভাব থেকে মুক্ত করে, ঐক্যের বন্ধন অটুক থাকুক সারা বছর এ ছিল উপস্হি্ত সকলের প্রত্যাশা।