খোয়াই নদীর পানি বৃদ্ধিঃপাহাড়ী ঢলে ফসলের ব্যপক ক্ষতির আশংকা

    0
    222

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩আগস্ট ,শংকর শীলঃ হবিগঞ্জের খোয়াই নদীর পানি শুক্রবার কমে আবারও বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। হাওরের পানি বেশী থাকলে এবং অভ্যন্তরিন বৃষ্টির ফলে নদীতে পানি বৃদ্ধি পায়। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সুত্রে পাওয়া , খোয়াই নদীর পানি শনিবার বিপদসীমার ৫৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হলেও রবিবারে এই পানি কমে হয় ৮.৪ মিটার।

    হাওরের পানি তেমন ভাবে নিস্কাশন না হওয়ায় খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ভারত ত্রিপুরা রাজ্যে আরও বৃষ্টি হলে খোয়াই নদী বহাল রূপ ধারন করবে। এদিকে টানা কয়েক দিনে বৃষ্টি আর পাহাড়ী ঢলে চুনারুঘাট ও বাহুবল উপজেলার বেশ কিছু  এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

    এতে করে পাকা ও লাগানো ধানের ব্যপক ক্ষতি হয়েছে। বিভিন্ন উপজেলার কৃষি অফিসকে ক্ষয় ক্ষতির তালিকা প্রেরণ করার নির্দেশ দেয়া হয়েছে।