খেলাধুলায় ভ্রাতৃত্ববোধ,দায়িত্বানুভূতি সদৃঢ় হয়ঃকয়েস লোদী

    0
    214

    আমারসিলেট24ডটকম,১৮মেসিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জনাব রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা খেলাধুলা শুধু শরীর ও স্বাস্থকে সুষ্ঠ রাখার পাশাপাশি মনকেও প্রফুল্ল রাখে। তিনি গতকাল গেজেট সিটি ও স্যামসং এর সৌজন্যে আয়োজিত ৩য় ঘূর্ণী প্রিমিয়ার ক্রিকেট লীগ (জিপিএল) এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন খেলাধুলা নতুন প্রজন্মকে নৈতিক অবক্ষয় হতে যেমন রক্ষা করে, তেমনি ভ্রাতৃত্ববোধ, দায়িত্বানুভতিকে সদৃঢ় করে।

    নাসির আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য এনামুল হক জুনিয়র, যুক্তরাষ্ট প্রবাসী কামরুল হুদা টিটু। এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জগলুল হুদা মিটু, মনজুর আহমদ লিটু, রুহুল ইসলাম, তারেকুল ইসলাম, রনি, আসাদুজ্জামান, শুভ, লাহিন, জাহেদ, তপু, মাসুদ, তাহসিন, নিপু, নাহিদ, মুন্না, অপু, তাইয়ান, শাহাদৎ প্রমুখ।