খাশোগির লাশের টুকরো রিয়াদে নিয়ে গেছেন:মিডল ইস্ট আই

    0
    236

    ডেস্ক নিউজঃ সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের দেহরক্ষী মাহের আবদুল আজিজ মুতরিব নিহত সাংবাদিক জামাল খাশোগির লাশের টুকরো রিয়াদে বহন করে নিয়ে গেছেন। একটি সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই পত্রিকা এ খবর দিয়েছে।

    সূত্রটি বলছে, মাহের হচ্ছেন যুবরাজের দেহরক্ষী এবং এবং একজন গোয়েন্দা কর্মকর্তা। যুবরাজের বিদেশ সফরের সময় তিনি তার সঙ্গে থাকেন। মিডল ইস্ট আই বলছে, খাশোগির লাশ টুকরো করে একটি বড় ব্যাগে ভরে এই গোয়েন্দা কর্মকর্তা মুতরিব তা সৌদি আরব নিয়ে গেছেন। গত ২ অক্টেবার ঘটনার দিন তুর্কি সময় ৬টা ২০ মিনিটে তিনি একটি বিশেষ বিমানে করে সৌদি আরব রওয়ানা দেন।

    জামাল খাশোগিকে হত্যার বিষয়ে তুরস্কের গণমাধ্যম সৌদি আরবের যে ১৫ নাগরিকের ছবি প্রকাশ করেছে তার মধ্যে মুতরিবের ছবিও রয়েছেন। তুরস্কের আতাতুর্ক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে তিনি যাওয়া আসা করেছেন এবং কূটনৈতিক মর্যাদায় ওই দিন তার ব্যাগ চেক করা হয় নি।

    কয়েকটি সূত্র বলেছে, সৌদি নাগরিকদের দ্বিতীয় বিমানটি চেক করা হয় কিন্তু কিছুই পাওয়া যায় নি। মুতরিবের কাছে কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং বিমানবন্দর পার হওয়ার ক্ষেত্রে তিনি ব্যস্ততা দেখিয়েছেন।পার্সটুডে