খালেদা জিয়া রাষ্ট্রীয় পদে নেই বলে লাল পাসপোর্ট জমা

    0
    202

    আমারসিলেট24ডটকম,১৫মেঃ দেশের রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে গিয়ে লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজমেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি)আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগমখালেদা। আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে এই আবেদন করেন তিনি।

    ঢাকার বিভাগীয় পাসপোর্ট পরিচালক মুন্সি মুহিত ইকবালের কক্ষে এমআরপিপ্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজার উপস্থিতিতে তার আবেদন জমানেয়া হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাও সেখানে উপস্থিতছিলেন।

    এর আগে  বিকাল চারটা ২০ মিনিটে গুলশানের বাসভবন থেকে আগারগাঁওয়ের উদ্দেশেরওনা হন খালেদা জিয়া। পাসপোর্ট অফিসের কাজ শেষে  বিকাল পাঁচটা ছয় মিনিটেরদিকে তিনি সেখান থেকে বাসভবনের উদ্দেশে ফিরে যান।

    পরে চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া এত দিন বিরোধীদলীয় নেতা হিসেবে লাল পাসপোর্ট ব্যবহারকরেছেন। এখন তিনি কোনো রাষ্ট্রীয় পদে নেই বলে লাল পাসপোর্ট জমা দিতে সেখানেগিয়েছিলেন।

    খালেদা জিয়ার পাসপোর্ট অফিসে যাওয়া উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন বিএনপিরভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যজমিরউদ্দিন সরকার, কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, ওসমানফারুক, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, এ জেড এম জাহিদ হোসেন, আবদুলকাইয়ুম, রুহুল কবির  রিজভীপ্রমুখ।

    খালেদা জিয়ার পাসপোর্ট অফিসে যাওয়ার আগে থেকেই বিএনপির নেতাকর্মী সেখানে জমায়েত হন। তিনি পাসপোর্ট অধিদপ্তরের সামনে পৌঁছালেনেতাকর্মীরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান।