খালেদা জিয়ার সাথে কাদের ও মান্নানের বৈঠক

    0
    213

    আমার সিলেট  24 ডটকম,১২নভেম্বরঃ কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগ এবং ও আবদুল মান্নানের নেতৃত্বে বিকল্পধারার দুটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সাথে তার বাসভবনে দেখা করেছেন। সোমবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেরিয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার বাসার পানির লাইন কেটে দেয়া হয়েছে এবং তার স্বাভাবিক চলাচল ব্যাহত করা হয়েছে। এসব কারণেই তাকে সহমর্মিতা জানাতেই খালেদা জিয়ার বাসায় এসেছিলাম। অন্য দিকে, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতি শঙ্কিত। জাতি এ অবস্থার উত্তরণ চায়। তিনি বলেন, বিরোধী দল থেকে বলা হয়েছে, সরকারই পারে এ অবস্থা প্রশমিত করতে। সরকার কী পদক্ষেপ নেবে বিরোধী দল তা দেখার অপেক্ষা করবে।
    খালেদা জিয়ার বরাত দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী দাবি করেন, বর্তমান সংকট নিরসনে সরকার পদক্ষেপ নিলে তাৎক্ষণিকভাবে হরতাল প্রত্যাহার করা হবে। তিনি বলেন, আমরা তাকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছি। এর জবাবে খালেদা জিয়া স্পষ্ট করেই এ কথা বলেছেন। খালেদা জিয়া বলেছেন- সরকার পদক্ষেপ নিলে তাৎক্ষণিকভাবে হরতাল প্রত্যাহার করব। সরকার কী ধরনের পদক্ষেপ নিলে হরতাল প্রত্যাহার করা হবে জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, ব্যবস্থাটা অতি সোজা।

    মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন, এটি না করে প্রধানমন্ত্রী বলতে পারেন আমাদের পুরো মন্ত্রিসভাই পদত্যাগ করলাম।সংবিধান অনুসারে বর্তমান সরকার বৈধ নয় দাবি করে কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী গাছের গোড়া কেটে আগায় পানি ঢালছেন। এতে গাছ দাঁড়িয়ে থাকবে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে ১৬ কোটি না হোক ১২ বা ১৫ কোটি মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যাবে। দেশের শান্তির জন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিনি পদত্যাগ করে নতুনভাবে পথচলা শুরু করতে পারেন।
    মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দেয়াকে নাটক, উল্লেখ করে কাদের বলেন, আপনা-আপনি মন্ত্রীদের পদত্যাগ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন যেভাবে পদত্যাগ করছে সংবিধানে তার কোনো বিধান নেই।