খালেদা জিয়াকে ছাড়াই সংসদে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব

    0
    244

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরনবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের আজ বুধবারের কার্যক্রমে যোগ দিয়ে প্রধান বিরোধী দল বিএনপি তাদের দলীয় চেয়ারপরসন বেগম খালেদা জিয়া ঘোষিত নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রস্তাব পেশ করেছে। বিএনপির পক্ষে পয়েন্ট অব অর্ডারে প্রস্তাবটি উত্থাপন করেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। এর আগে আজ বুধবার মাগরিবের নামাজের বিরতির পর বেগম খালেদা জিয়াকে ছাড়াই বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দিয়েছেন। তারও আগে বর্তমান সরকারের শেষ বাজেট তথা ১৮তম অধিবেশনে তারা যোগ দিলেও গত ১২ সেপ্টেম্বর চলতি ১৯তম অধিবেশনের শুরুর দিন থেকে তারা অনুপস্থিত ছিলেন।
    পবিত্র ঈদুল আযহা ও দুর্গাপূজা উপলক্ষে টানা ১৩ দিন মুলতবি থাকার পর আজ বুধবার বিকেল ৪টা ৩৯ মিনিটে নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনে সভাপতিত্ব করেন।
    সংসদের এ অধিবেশন ২৪ অক্টোবর পর্যন্ত চলার কথা থাকলেও শেষ মুহূর্তে অধিবেশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত এ অধিবেশন চালনো হবে । তবে এরপরও অধিবেশন চলবে কি না- তা কার্যউপদেষ্টা কমিটির সভাপতি এবং জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।