ক্ষুধার্ত শিক্ষার্থীদের দাঁড় বন্ধের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    0
    259

    আমারসিলেট24ডটকম,২৬জানুয়ারীঃ অতীত থেকেই বিভিন্ন এলাকায় এমপি-মন্ত্রীদের সংবর্ধনায় স্কুলের ছেলে-মেয়েকে বাধ্যতামূলক হাজির করানো হয়। রোদের মধ্যে ক্ষুধার্ত স্কুল শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার এই রেওয়াজ বন্ধের খবর বারবার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সংবর্ধনা অনুষ্ঠানেও দেখা গেছে এমন একটি দৃশ্য। এতে নাখোশ হয়েছে প্রতিমন্ত্রী নিজেই। আজ তিনি তার ফেইসবুক স্ট্যাটাসে এ বিষয়ে জানিয়েছেন, আমি সব সময় স্কুলের ছাত্র ছাত্রীদের অসময়ে বা অনির্ধারিত উপস্থিতির ব্যাপারে নিরুৎসাহিত করি। গত সপ্তাহের কয়েকটা সংবাদ পড়েই বুঝেছিলাম স্কুলের ছাত্র ছাত্রীদের উপস্থিতি আলাদাভাবে আবার নিষেধ করে দিতে হবে, তা করাও হয়েছিল।

    কিন্তু বাঘা হাইস্কুলের শিক্ষার্থীরা তাদের সীমানা প্রাচীরের ভেতরে দুপুর ৩টার পর থেকে অবস্থান নেয়। আমি সভা স্থলে এসেই তাদের চলে যেতে বলি। আমি কখনই এই ধরণের কর্মকান্ড সমর্থন করিনা, করবও না। তিনি বলেন, সমস্যা হয়ে যায় যখন স্কুলগুলো নিজেরা অতিউৎসাহী হয়ে অথবা কোন দাবি দাওয়ার জন্য এগুলো করেন। স্কুলের শিশু-কিশোরদের এমন রাজনৈতিক ব্যবহারের বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হচ্ছে জানিয়ে তিনি লিখেছেন, আমার দপ্তর থেকে জেলা প্রশাসকের দপ্তর, শিক্ষা দপ্তর এবং দলের কাছে এগুলো চিরতরে বন্ধের জন্য এ নির্দেশনা পাঠানো হবে।