ক্যাম্পাসে যৌন নিপীড়নঃধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

    0
    214

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭মেঃ  বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন নিপীড়নের ঘটনার ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে আট জনকে চিহ্নিত করেছে পুলিশ।  তবে পুলিশ তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

    পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক আজ রোববার রাজধানীতে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, লাঞ্ছনাকারীদের ধরিয়ে দেয়া হলে প্রতিজনের  জন্য এক লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে।  তিনি আরো  জানান, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা আট জনের  ছবি গণমাধ্যমে দেয়া হবে।

    গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের উৎসবের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে এক দল যুবক নারীদের ওপর চড়াও হয়। তাতে বাধা দিতে গিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীসহ কয়েক জন।

     সে সময় চার নিপীড়ককে ধরে এসআই আশরাফসহ দুই পুলিশ কর্মকর্তার কাছে দেয়া হলেও পরে তাদের ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ করেছে ছাত্র নেতারা।

     ওই ঘটনায় পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়লেও গত এক মাসে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

    পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক সংবাদ সম্মেলনে জানান, ওই ঘটনার ছবি ও ভিডিও দেখেই আটজনকে তারা চিহ্নিত করেছেন। তাদের পরিচয় শনাক্ত করতে যারা সহায়তা করবে, তাদের পরিচয় গোপন রাখা হবে।

    অন্যদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, মাইনুর রহমান চৌধুরী, মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

    বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যৌন হয়রানির শিকার হয়েছেন কয়েকজন নারী। ওই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের গেটে এ ঘটনা ঘটে। নিপীড়নকারীদের ঠেকাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি লিটন নন্দীর হাত ভেঙেছে। অভিযোগ উঠেছে, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে এ ঘটনা জানানো হলেও তারা যথাসময়ে ব্যবস্থা নেয়নি।