কোলকাতায় মাদ্রাসা শিক্ষকদের ১৪ দিন ধরে অনশন চলছে

    0
    430

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫অক্টোবরঃ পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিভিন্ন দাবিতে মাদ্রাসা শিক্ষকদের অনশন ১৪ দিনে পড়েছে। ১ অক্টোবর থেকে কোলকাতার হাজি মুহাম্মদ মহসিন স্কোয়ারে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন মাদ্রাসা শিক্ষা কেন্দ্র বা এমএসকে শিক্ষকেরা। এরইমধ্যে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়ায় তাদের  কোলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অন্যত্র চিকিৎসার জন্য পাঠাতে হয়েছে।

    বুধবার বিকেলে ‘ওয়েস্ট বেঙ্গল এমএসকে স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর সেক্রেটারি ফিরোজউদ্দিন শফি রেডিও তেহরানকে জানান, ‘গত কয়েকদিনে ১৯ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করতে হয়। এদের মধ্যে আজ সকালেই ৪ জন শিক্ষককে কোলকাতা এনআরএস হাসপাতালে ভর্তি করতে হয়েছে।’

    ফিরোজউদ্দিন শফি জানান, ‘গত ১৪ দিন ধরে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র বা এমএসকে শিক্ষকরা অনশন চালিয়ে গেলেও সরকারি কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ইতিবাচক ভূমিকা দেখায়নি। এমনকি যেখানে অনশন করা হচ্ছে সেই এলাকার পরিবেশ অস্বাস্থ্যকর হলেও কোনো সরকারি পরিষেবা পাওয়া যাচ্ছে না। পার্শ্ববর্তী এলাকায় প্রচণ্ড মশার উৎপাত থাকলেও পুরসভা কোনো ব্যবস্থা নেয়নি। ব্লিচিং পাউডার, খাওয়ার পানি বা ওষুধপত্র এমনকি স্যালাইনের ব্যবস্থাও নেই এখানে। অসুস্থ হয়ে পড়া শিক্ষকদের সাংঠনিক ভাবে ওষুধ, স্যালাইন ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে।’

    ফিরোজউদ্দিন শফি জানান, ‘রাজ্য সরকারের কাছে তাদের মূল দাবি হল- এমএসকেগুলোকে মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত করা এবং শিক্ষকদের বিএড প্রশিক্ষণের ব্যবস্থা করা। এছাড়া অন্যান্য দাবিও রয়েছে। কেন্দ্রীয় সরকারের রাইট টু এডুকেশন অ্যাক্ট বাস্তবায়ন করার জন্য আমরা এই দাবি করেছি।’

    এর সঙ্গে ৪৯৫ টি মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের ৫৭০০ শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক স্তরে ৫ হাজার এবং উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকরা মাত্র ৮ হাজার টাকা করে মাসিক বেতন পেয়ে থাকেন যা প্রয়োজনের তুলনায় খুবই কম।’

    ফিরোজউদ্দিন শফি বলেন, ‘গত কয়েকদিনে অনশন মঞ্চে এসে তাদের সঙ্গে সহমর্মিতা দেখিয়েছেন, কোলকাতা রেড রোডের ইমামে ঈদাইন ক্বারি ফজলুর রহমান, ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকি, পীরজাদা ইব্রাহিম সিদ্দিকি, সিপিএম-এর রাজ্য সম্পাদক এবং সাবেক মন্ত্রী সূর্যকান্ত মিশ্র, সাবেক মন্ত্রী আব্দুস সাত্তার, সাবেক মন্ত্রী আনিসুর রহমান, আরএসপি নেতা এবং সাবেক মন্ত্রী ক্ষিতি গোস্বামী, কংগ্রেস নেতা আব্দুল মান্নান, খালিদ ইবাদুল্লাহ, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র পশ্চিমবঙ্গের জেনারেল সেক্রেটারি সারোয়ার হাসান,  বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর আনন্দদেব মুখোপাধ্যায়, সাবেক ভিসি স্বপন কুমার প্রশান্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়য়ের সাবেক ভিসি অশোকনাথ বসু প্রমুখ।’

    ‘ওয়েস্ট বেঙ্গল এমএসকে স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর পক্ষ থেকে অন্যান্য দাবির মধ্যে রয়েছে, এমএসকেগুলোকে হাই মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসার সমান মানসম্পন্ন করে এতে কর্মরত শিক্ষকদের মাদ্রাসা শিক্ষা পর্ষদের শিক্ষকদের সমান মর্যাদা এবং বেতন দিতে হবে। মাদ্রাসার পরিকাঠামো উন্নয়নের জন্য পর্যাপ্ত শ্রেণি কক্ষ,  প্রাচীর,  কম্পিউটার ল্যাব,  কিচেন শেড,  ডাইনিং রুমের পাশাপাশি হোস্টেল নির্মাণ করতে হবে। এ ছাড়া শূন্যপদে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিও তোলা হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল এমএসকে স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন’ -এর পক্ষ থেকে।ইরনা