কোরিয়ার নেতা কিম জং-উনকে অসম্মান-বিশ্বাসভঙ্গের দায়ে প্রতিরক্ষামন্ত্রীর প্রাণদণ্ড

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩মে: উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিউন ইয়োং-চোলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিমান বিধ্বংসী কামানের গোলা দেগে কার্যকর করা হয় চোলের মৃত্যুদণ্ড। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে অসম্মান করা এবং  বিশ্বাসভঙ্গের দায়ে তাকে প্রাণদণ্ড দেয়া হয়। দক্ষিণ কোরিয়ার ইয়োনহোপ সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।

    এর আগে সামরিক বাহিনীর মহড়া চলাকালে ঝিমুতে দেখা গেছে চোলকে। এ ছাড়া, তিনি কয়েক দফা কিমের সঙ্গে তর্কও করেছেন।

    খবরে বলা হয়েছেম গত মাসের ৩০ তারিখে শত শত কর্মকর্তার সামনে তার প্রাণদণ্ড কার্যকর করা হয়। দক্ষিণ কোরিয়ার সংসদীয় কমিটিকে আজ(বুধবার) এ তথ্য দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি বা এনআইএস উপ পরিচালক হান কি-বিওম।

    ২০১২ সাল থেকে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এক বছর আগে উত্তর কোরিয়ার সশস্ত্রবাহিনীরমন্ত্রী হিসেবে চোলকে নিয়োগ দেয়া হয়েছিল।

    অবশ্য, তার মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি উত্তর কোরিয়ার কোন সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয় নি।