কোরআনের আলোকে মানব জীবনকে আলোকিত করলেই শান্তি

    0
    213

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩ফেব্রুয়ারী,এস,এম,সুলতান খানঃ আ’লা হযরত ইসলামী যুব কল্যাণ পরিষদ (সামাজিক সংগঠন) চুনারুঘাটের উদ্যোগে ৪র্থ বার্ষিক ৩দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন সুন্নী মহাসম্মেলনে উলামায়ে কেরামগণ বলেন পবিত্র কোরআনের আলোকে মানব জীবনকে আলোকিত করলেই সমাজে শান্তি ফিরে আসবে। তাই সকল মুসলমানকে ভেদাভেদ ভুলে পবিত্র কোরআন ও সুন্নাহ’র আলোকে জীবন পরিচালিত করলে সমাজ ও ব্যক্তি জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব ।

    গত ২০ ফেব্র“য়ারি থেকে ২৩শে ফেব্র“য়ারি রবিবার পর্যন্ত ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন সুন্নী মহাসম্মেলনে দেশ বরণ্য উলামায়ে কেরামগণ কোরআন ও হাদীসের আলোচনা করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় উপজেলা সদর দক্ষিণ বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত তাফসির মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, আল্লামা এ কে আফসার আহমদ তালুকদার, আলহাজ্ব আবুল হোসেন মহালদার।

    সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, মোঃ মোশাহিদুল ইসলাম, আজিজ ইকবাল ও আব্দুল আউয়াল সমুন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত তাফসির মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাংবাদিক এস. এম. সুলতান খান।

    তাফসির পেশ করেন অধ্যক্ষ আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মোজাহেদী (ঢাকা), উপাধ্যক্ষ আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমাইর রজভী (চট্টগ্রাম), উপাধ্যক্ষ আল্লামা মাজহারুল ইসলাম আল কাদেরী (বি-বাড়ীয়া), আলহাজ্ব  আলী মোহাম্মদ চৌধুরী, আলহাজ্ব অধ্যক্ষ ছোলাইমান খান রাব্বানী, অধ্যাপক শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ  শেখ মোশাহিদ আলী, আবুল খায়ের শানু,  মুফতি মুসলিম খান, আব্দুল কাইয়ূম তরফদার, মোঃ ইয়াকুত মিয়া,  সালেহ আহমদ তালুকদার,  শেখ জামাল আহমদ,  কবীর আহমদ, আজিজুর রহমান সোহাগসহ স্থানীয় উলামায়ে কেরামগণ।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,  মতিউর রহমান হেলালী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা সাবেক সভাপতি শফিকুল ইসলাম তালুকদার দুলাল, মুক্তিযোদ্ধা কামান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি হাফিজ আহমদ তালুকদার, সহ-সভাপতি বিলাল আহমদ, হাফেজ মোঃ আব্দুল্লাহ্, হাফেজ মোঃ ইব্রাহিম, মোঃ রহমত আলী, মোঃ নাসির উদ্দিন চৌধুরী, মোঃ নূর উদ্দিন সুমন প্রমুখ।