কোম্পানীগঞ্জ কলাপাড়া ও দূগাপুর গ্রামে বিদ্যুৎতায়ন উদ্বোধন

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০মে: কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছির বলেছেন, বর্তমান সরকার বিদ্যুৎ উন্নয়নের জন্য গ্রামে-গঞ্জে  বিদ্যুৎ পৌছে দিতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আমার উপজেলার প্রত্যেকটি গ্রামে খুবই দ্রুত বিদ্যুৎ পৌছে দিতে সরকার বদ্ধ পরিকর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তর সূরী বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে খুব বেশি বিদ্যুৎ খাতে বরাদ্দ দিয়ে আসচ্ছেন। তাই আমার উপজেলার অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নিতে সকলের প্রতি সহযোগিতার আহবান জানান।

    তিনি গতকাল বিকাল ২ ঘটিকায় চিলাডহর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এখলাছুর রহমানের সভাপতিত্বে ও ইছাকলস ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আমিরুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামসুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডিজিএম তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালক শামসুজ্জামান দুলন, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট শাহজাহান চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ।

    পবিত্র কোরআন থেকে তেলায়াত পাঠ করেন মোঃ মহসিন আহমদ, স্বাগত বক্তব্য রাখেন, ইছাকলস ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহির আহমদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলাকাবাসীর পক্ষে মোঃ উস্তার আলী, আশিদ আলী, মাওঃ আক্তার হোসাইন, মাওঃ নুরুজ্জামান, মনি লাল দাস প্রমুখ।