কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির হরতাল পালন ও সমাবেশ

    0
    245

    আমারসিলেট24ডটকম,১২জানুয়ারীঃ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে “অবরুদ্ধ” করে রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় সকল নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    গতকাল সাড়ে ১০টায়র দিকে উপজেলার টুকের বাজারর অটোরিক্স পয়েন্ট থেকে মিছিল বের করে নেতাকর্মীরা। হরতাল চলাকালে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

    কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোঃ সৈয়দ আলীর পরিচালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা আবু তাহের মেম্বার, হাজী কামাল, আলী আহমদ, আউয়াল মিয়া, জয়নুল, মনির মিয়া, রমজান আলী, এখলাস মেম্বার, তাজ উদ্দিন, নবী হোসেন, সাজ্জাদ হোসেন দুদু, খোকন রঞ্জন দে, জসিম উদ্দিন, বিল¬াল মিয়া, মনতাজ মেম্বার, আশিক মিয়া, ডা. নুর আলম, মজফর মিয়া, গুলজার আহমদ, বিল¬াল হোসেন, শাহজাহান, তেরা মিয়া, মাসুক, কামরুজ্জামান, খোকন মিয়া, উমর ফারুক, হেলাল মিয়া, মিল¬াত, শাহজাহান, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল সেক্রেটারি নুরুল মুত্তাকি বাদশা, হেলাল মিয়া, উপজেলা শ্রমিক দল আহবায়ক মো: লাল মিয়া, কয়েছ আহমদ, আব্দুর নুর, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিন প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, যত বাধা আসুক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে জাতীয়তাবাদী সূর্য সৈনিকরা রাজপথে অবস্থান করবে ইনশাআল¬াহ। সভায় বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে সরকার তারেক রহমানের কণ্ঠরোধ করার ষড়যন্ত্র করছে। তারা বলেন, কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে জনরোষ থেকে রক্ষা করতে পারবে না।

    বক্তারা অবিলম্বে সিলেটের বীর সৈনিক জননেতা এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধ করার দাবি জানান।

    সভাপতির বক্তব্যে হাজী শাহাব উদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শমসের মুবিন চৌধুরী বীরবিক্রমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গ্রেফতারকৃত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ গ্রেফতারকৃত বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে অন্যথায় উদ্বুদ্ধ যেকোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ি থাকতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।