কোম্পানীগঞ্জে বিএনপির সাবেক কমিটি বিলুপ্তিঃনতুন কমিটি

    0
    241

    আমারসিলেট24ডটকম,২৩মে,হোসেন চৌধুরীঃ কোম্পানীগঞ্জ বিএনপির উপজেলা শাখার আহবায়ক কমিটির সভা গতকাল ২২শে মে বৃহস্পতিবার সকাল ১১টার সময় স্থানীয় পাড়–য়া বাজারে অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাজী সিকন্দর আলীর সভাপতিত্বে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সামস্ উদ্দিন, বিএনপি নেতা নজির আহমদ, মনির উদ্দিন, রোকন মোহাম্মদ জিতু তালুকদার, হাজী শাহাব উদ্দিন, সৈয়দ আলী, মোজাম্মেল হক, ডাঃ নুরুল আমিন, আব্দুল মতিন মেম্বার, শুকুর আলী, উসমান আলী, আলী আহমদ, বজলু মিয়া, লাল মিয়া, মাসুক আহমদ, সোলেমান তালুকদার, শামীম আজাদ, বাহার আহমদ, শফিকুর রহমান, নুর মিয়া, ফরিদ আহমদ, তাজ উদ্দিন, হাজী আমির উদ্দিন, একরামুল হক, খোকন রঞ্জন দে,  প্রমুখ।
    সভায় উপজেলা বিএনপির ৬টি ইউনিয়নের কমিটি বিলপ্তি ঘোষনা করা হয়। পরে ৬টি ইউনিয়নে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ৬টি ইউনিয়নের ওয়ার্ড কমিটি আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করে উপজেলা আহবায়ক কমিটির কাছে জমা দেওয়া নির্দেশ প্রদান করা হয়।
    সভায় বক্তারা বলেন, আজকে যারা ক্ষমতায় তারাই অতীতে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করে ছিলো। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, স্বার্বভ্যেমত্ব ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের মাধ্যমে প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্র। যারা দেশে গণতন্ত্র, স্বাধীনতা ও স্বার্ভভ্যেমত্ব চায় না তারাই আজ শহীদ জিয়াউর রহমানের পরিবারের উপর বিভিন্ন রকম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আওয়ামীলীগ বাকশালী সরকার তারা গায়ের জোরে ৫ই জানুয়ারী ১০ম সংসদ নির্বাচন জোরপূর্বক একতরফা নির্বাচনের মাধ্যমে অবৈধ সরকার গঠন করেছে। আমরা বাংলা বাসায় বলতেই চাই, এদেশে কোনদিন অবৈধ সরকার গঠন করে দেশ চালাতে পারবে না।
    বক্তারা আরও বলেন, সিলেট বিভাগের মাটি ও মানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.ইলিয়াস আলী ও সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব এর সন্ধান না পেলে সিলেট বিভাগকে অচল করে দেওয়া হবে এবং বর্তমান সরকার বিরোধীদলীয় নেতৃবৃন্দের উপর একের পর হামলা, মামলা ও গুম, গুপ্ত হত্যা সহ আওয়ামীলীগ পুলিশ পেটোয়াবাহীনি দিয়ে সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক ইফতেখার হোসেন দিনার ও ছাত্রদল নেতা জুনেদ কে নিখোঁজ করে নেওয়া হয়েছে। তাই আমরা কোম্পানীগঞ্জ এই অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানাচ্ছি।