কোম্পানীগঞ্জে টানা ১০ঘন্টার কনসার্ট

    0
    232

    আমারসিলেট24ডটকম,৩০ডিসেম্বর,আবুল হোসেনমাদক ও নেশা থেকে যুব সমাজকে রক্ষায় কোম্পানীগঞ্জের টুকের বাজারে অনুষ্ঠিত হল বিশাল সমাবেশ ও কনসার্ট। গতকাল সোমবার ভোররাতে শেষ হওয়া টানা ১০ ঘন্টার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার হাজার হাজার দর্শক। সংগীত পরিবেশন করেন সিলেট ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বিশিষ্ঠ শিল্পিীরা। সমাবেশে বক্তারা বলেন, বিনোদনই পারে সমাজকে মাদক মুক্ত করতে। মাদকমুক্ত হলেই সমাজ সুন্দর সুষ্ঠু ধারায় এগিয়ে যাবে। এজন্য প্রয়োজন সম্মিলিত সচেতনতার। অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজের পাশাপাশি এতদঞ্চলের প্রধান সমস্যা সিলেট-ভোলাগঞ্জ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে কোম্পানীগঞ্জের সর্বস্তরের জনতা রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।

    কোম্পানীগঞ্জের টুকেরবাজার আবুল মার্কেটের সামনে রোববার বিকেলে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে গতকাল সোমবার ভোররাত পর্যন্ত। যমুনা ইলেকট্রনিক্সয়ের এক্সক্লুসিভ ডিলার নবীন ইলেকট্রনিক্সয়ের সৌজন্যে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রুকন উদ্দিন। কনসার্টের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্র্টার সংগ্রাম সিংহ।

    দুটি পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নবীন ইলেকট্রনিক্স এর সত্তাধীকারী নাসরিন জাহান ফাতেমা। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের পরিচালনায় দুটি পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বিশিষ্ট আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, চেয়ারম্যান বাবুল মিয়া, চেয়ারম্যান এখলাছুর রহমান, উপজেলা আওয়ামীলিগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুন নূর, ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা যুবলীগের আহবায়ক ইকবাল হোসেন।

    বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক শৈলেন চন্দ্র নাথ, শাহ আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল আলী, এস আই রাশেদুল আলম খান, বিএনপি নেতা তাজুল ইসলাম, যুবদল নেতা স্বাধীন ও ওলামালীগ নেতা খোকন ইঞ্জিনিয়ার। কনসার্টে সংগীত পরিবেশন করেন হিমাংশু বিশ্বাস, মাছরাঙ্গা টেলিভিশনের শিল্পী দিপা, বৈশাখী টেলিভিশনের লাবনী, বাংলাদেশ টেলিভিশনের মুজিবুর রহমান, সিলেট বেতারের তুলি চক্রবর্তী, ক্লোজআপ তারকা আজাদ,গাজীপুরের শিল্পী সঞ্জিব, উত্তম কুমার, এছাক বাউল ও ইনসান আহমদ।

    অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিটি এলাকায় সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোন অবস্থাতেই মাদককে প্রশ্রয় দেয়া হবে না। মাদকের পক্ষে তদবিরকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। মাদকের সঙ্গে যদি কোন দলের নেতা এবং পুলিশ বিভাগের কোন সদস্য জড়িত থাকেন তা হলে তাদেরকেও যেন রেহাই দেয়া না হয়।