কৃষক সংগ্রাম সমিতির কমলগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা

    0
    250

    আমারসিলেট24ডটকম,০ডিসেম্বরঃ আগামী ২০ ডিসেম্বর১৩ বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনকে সামনে রেখে ধারাবাহিক প্রস্তুতির অংশ হিসেবে গত ৫ ডিসেম্বর বিকেলে সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা শমসেরনগস্থ কার্যালয়ে প্রস্তুতি কমিটির আহবায়ক নুরুজ্জআমান চুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন  কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মাকৃষক সংগ্রাম সমিতি কমলগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান, ইমরান আলী, আব্দুল মুগনী খান হেলাল, সৈয়দ আমির উদ্দিন, শফিকুর রহমান, জাতীয় ছাত্রদলের জেলা আহবায়ক নুর মোহাম্মদ তারাকী ওয়েছ, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ কমলগঞ্জ উপজেলা কমিটির অন্যতম নেতা অন্নপূর্ণা দাস  প্রমুখ। সভায় বক্তারা চাল, ডাল, তেল, লবন, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষিপত্রের দাম কমিয়ে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং কৃষি উপকরণের দাম কমানো ও কৃষকের উৎপদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা, বন্যা সমস্যার সমাধান করার জন্য নদ-নদী, খাল-বিল খনন, অপরিকল্পিত বাঁধ, সুইস গেট, ব্রিজ, কালর্ভাট নির্মাণের মাধ্যমে নদীর পানির অবাধ প্রবাহ নষ্ট করা বন্ধ, সামরাজ্যবাদী পরিকল্পনায় ভারত কর্তৃক টিপাই মুখে বাঁধ নির্মাণ বন্ধ, সর্বস্তরে রেশনিং চালুসহ কৃষক সংগ্রাম সমিতির ৭ দফা দাবীতে ব্যাপক ভিত্তিক কৃষক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সভায় উপজেলা সম্মেলনের প্রস্ততি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে গত ৫ নভেম্বর আব্দুর রাজ্জাককে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট রঘুনাথপুর গ্রাম কমিটি, ১১ নভেম্বর ধীরেন্দ্র মল্লিককে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট মির্জানগর গ্রাম কমিটি, ১২ নভেম্বর আব্দুর ওয়াহিদকে আহবায়ক করে চাতলাপুর গ্রাম কমিটি গঠন করা হয়। একই সাথে গত ২৪ নভেম্বর থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ ও গণচাঁদা উত্তোলনের কাজ চলছে।