কুলাউড়া হাসপাতালে ঠান্ডা জনিত শিশুরোগীদের সংখ্যা বাড়ছে

    0
    216

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২জানুয়ারী,আলী হোসেন রাজনঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত নিউমোনিয়া, ডায়রিয়া ও সর্দিকাশিতে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে প্রতিমুহুর্তে। হাসপাতালে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারী মঙ্গলবার সকাল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত ৮০ ও সর্দিকাশিতে আক্রান্ত ৪০ শিশু ভর্তি হয়েছে। হাসপাতালের দুটি ওয়ার্ডে ডায়রিয়া ও সর্দিকাশিতে আক্রান্ত বেশ কিছু শিশু ভর্তি আছে। ডায়রিয়ায় আক্রান্ত নয় মাস বয়সী শিশু রাহিমের মা ভূকশিমইল গ্রামের আমিনা বেগম বলেন, ভর্তি হওয়ার দুই-তিন দিন হয়ে গেল। নিয়মিত স্যালাইন-ওষুধ খাওয়ালেও বাচ্ছাটার কমছে না।’

    অনেক রোগীর মারা ক্ষোভের সঙ্গে বললেন, ‘ইকানতো নামেই সরকারি আসপাতাল।’ খালি খাওয়ার স্যালাইন মিলে। বাকি হকোল ওষুধ বাইরের ফার্মেসি থাকি কিনিয়া আনা লাগে। ওয়ার্ডে রোগী দেখাশোনায় ব্যস্ত চিকিৎসক ডাঃ মির্জা আদনান জানান, ‘অন্য সময়ের চেয়ে কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সর্দিকাশি ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা বেশি ভর্তি হচ্ছে। শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। হাসপাতালে ওষুধ সরবরাহ সীমিত থাকায় খাওয়ার স্যালাইন ব্যতীত অন্য কোনো ওষুধ রোগীদের দেয়া সম্ভব হয় না।’

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনীর আহমেদ জানান, ‘ডায়রিয়া প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। শিশুদের খাওয়ানোর আগে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। মায়ের শাড়ির আঁচল থেকে অনেক সময় বিভিন্ন ধরনের রোগজীবাণু ছড়ায়। তাই, শাড়ির আঁচলের ব্যবহার বন্ধ করতে হবে।

    এ ছাড়া সর্দিকাশি রোধে ঠান্ডা থেকে শিশুদের দূরে রাখতে হবে। গায়ে জ্বর উঠলে চিকিৎসকের শরাণাপন্ন হতে হবে।