কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের সভা:ন্যূনতম মজুরি ১০ হাজার দাবী

    0
    206

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭আগস্টঃ বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, ঈদুল আজহায় প্রত্যেক হোটেল শ্রমিককে মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদান, সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট ও  শ্রম আইন কার্যকর করার প্রেক্ষিতে মালিক সমিতির সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ২৩০৫ । বুধবার রাতে কুলাউড়া উপজেলার রেলওয়ে কোলনীন্থ কার্যালয়ে হোটেল শ্রমিক ইউনিয়ন উপজেলা কমিটির আহবায়ক মোঃ ছায়েদ মুন্সীর সভাপতিত্বে অনুষ্টিত সভা থেকে এই দাবি জানানো হয়।

    সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পদক রজত বিশ্বাস এবং মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ঃ ২৩০৫ এর সভাপতি মোঃ মোস্তফা কালাম ও সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া।

    সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস মিয়া ও মোঃ শামীম মিয়া, উপদেষ্ঠা আবুল কালাম, সদস্য হাসান মিয়া, জমির মিয়া, শরীফ হোসেন, কিরণ মিয়া প্রমূখ। সভা থেকে আগামী ১১ সেপ্টেম্বর ঈদ বোনাস ও মালিক সমিতির সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের দাবিতে মিছিল সমাবেশ এবং একই দাবিতে ৭ সেপ্টেম্বর মালিক সমিতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত হয়। এছাড়া সদস্যদের পরিচয়পত্র প্রদান ও প্রতি মাসের ৫ তারিখের মধ্যে রশিদ দিয়ে চাঁদা উত্তোলনের জন্য দায়িত্ব বন্টন করা হয়।

    সভা  থেকে হোটেল সেক্টরে বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণভাবে মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা ও ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন এবং ২ জুলাই জেলা হোটেল মালিক সমিতির সাথে হোটেল শ্রমিক ইউনিয়নের সম্পাদিত চুক্তি কার্যকর করার দাবি জানানো হয়।