কুলাউড়ায় কৃষকদের মানববন্ধন

    0
    208

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০ফেব্রুয়ারী,ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারের কাঁচা বাজারে সাধারণ কৃষকরা তাদের ফলিত কৃষিপণ্য অবাদে বিক্রীর স্থান করে দেয়াসহ ৭টি দাবীতে মানব বন্ধন করে।

    মঙ্গল বার দুপুর ১২ ঘটিকা থেকে ২ ঘটিকা পর্যন্ত কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দক্ষিণ লংলা কৃষক সমাজের উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্টিত হয়। মানব বন্ধনে এলাকার শতাধিক কৃষক অংশ গ্রহন করে। মানব বন্ধনে নেতৃত্ব দেন বিশিষ্ট কৃষক নেতা কমরেড আব্দুল মালিক, জাসদ নেতা আব্দুল গাফ্ফার কায়সুল, বিশিষ্ট বাম রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশান্ত দেব ছানা, সমাজ সেবক দীপক দেসহ অন্যরা।

    ৭ দফা দাবীগুলো হলো সাধারন কৃষকদের জন্য একটি শেড খালি করে দেয়া, বাজারে টোল আদায়ের চার্ট টাঙানো, মধ্য স্বত্বভোগীদের দৌরাত্ব নিয়ন্ত্রণ করা, ক্ষুদ্র ব্যবসায়ীদের অগ্রাধীকার দেয়া, এলঅকায় একটি হিমাগার প্রতিষ্টা করা, মনু নদীতে সেচ প্রকল্প প্রতিষ্টা করে বুরো আবাদের ব্যবস্থা করা এবং এলাকায় একটি প্রাণী চিকিৎসালয় স্থাপন করা।

    মানব বন্ধন শেষে উপজেলা কর্মকর্তার মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।