কুমিল্লা থেকে বাঁশের কেল্লার প্রধান অ্যাডমিন আটক

    0
    401

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩মার্চঃ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক  এ বাঁশের কেল্লা নামের পেজ এর প্রধান অ্যাডমিন কে এম জিয়াউদ্দিন ফাহাদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
    শুক্রবার সকালে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ইন্টারনেটে ধর্মীয় উগ্রপন্থী বক্তব্য-বিবৃতির জন্য ফাহাদকে গ্রেপ্তার করা হয়েছে।
    ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম সংবাদ মাগ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    এদিকে. বাঁশেরকেল্লা তা অস্বীকার করেছে। বাঁশের কেল্লা ফেসবুক পেইজে আজ এক নোটিশে বলা হয়েছে,  “বিভিন্ন টেলিভিশনে ও অনলাইন নিউজে ব্রেকিং নিউজ দেয়া হচ্ছে- “বাঁশেরকেল্লা পেইজের প্রধান এডমিন আটক”। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আপনাদের প্রিয় পেইজ বাঁশেরকেল্লা-র প্রধান এডমিনসহ সকল এডমিন নিরাপদ আছেন, আলহামদুলিল্লাহ।”

    নোটিশে আরো লেখা হয়েছে, “এর আগেও কয়েকবার এরকম নাটক করে এডমিন গ্রেপ্তারের গুজব ছড়িয়েছিল সরকার। মেইনস্ট্রিম মিডিয়া সম্পূর্ন নিয়ন্ত্রন করার সাথে সাথে তারা স্যোশাল মিডিওয়ার উপরও কালো থাবা ফেলার অপচেষ্টা করে আসছে প্রতিনিয়ত। কিন্তু জনতার কথা কি আর আটকে রাখা যায়!! সকলের কাছে দোয়া চাই, যেন অতীতের ন্যায় ভবিষ্যতেও সব সময় আমরা সত্যের পথে অবিচল থেকে সাহসিকতার সাথে সত্য উন্মোচনের কাজ চালিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আমীন।

    উল্লেখ্য, ফেসবুকে বাশেঁর কেল্লা পেইজটির লাইক সংখ্যা আট লাখ ৯৮ হাজারের ওপরে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্র ও ধর্ম নিয়ে আপত্তিকর প্রচারণা চালানোর অভিযোগে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি পেইজটি বন্ধ করে দেয় বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম। কিন্তু পরে ‘নিউ বাঁশেরকেল্লা’ নামে নতুন করে তা আবার চালু হয়।