কুমিল্লা জেলাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ান মৌলভীবাজার

    0
    313

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৫এপ্রিল,আলী হোসেন রাজন,মৌলভীবাজার:লোকায়ত আবহমান গ্রাম বাংলার হাডুডু/কাবাডি দীর্ঘদিন থেকে গ্রাম-বাংলার ঐতিহ্য বহন করে এসেছে ।সময়ের বিবর্তে হারিয়ে গেলেও একটুও বদলায়নি এই খেলার জনপ্রিয়তা। জাতীয় খেলা কাবাডি  ঐতিহ্যবাহী খেলা হিসেবে একসময় গ্রামবাংলা এমনকি শহরের দর্শকদের মাতিয়ে রাখে। কিন্তু যান্ত্রিকতার এই যুগে সরঞ্জামহীন এই খেলাটি দিনে দিনে হারিয়ে যেতে বসেছে।

    জাতীয় এই কাবাডি  খেলাটি ধরে রাখতে বাংলাদেশ কাবাডি পেডারেশনের ত্বাবদানে হবিগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ৮টি জেলা নিয়ে অনুষ্টিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডী ২০১৭। ২এপ্রিল ৮টি জেলা নিয়ে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে কাবাডি খেলা শুরু হয়। ৮টি দলের মধ্যে অংশ গ্রহন করেন সুনামগঞ্জ জেলা,সিলেট জেলা, হবিগঞ্জ জেলা,মৌলভীবাজার জেলা,ব্রাম্মনবাড়ি জেলা,কুমিল্লা জেলা,নংসিন্দি জেলা ও চাঁদপুর জেলা। আজ      ফাইনাল খেলায় সুরমা জুনে কুমিল্লাকে এক লোনা সহ ৮/১৮ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ান  মৌলভীবাজার জেলা। কাবাডি খেলায় সেরা খেলয়ার হিসেবে নির্বাচিত হয়েছে মৌলভীবাজার জেলার মো: হুসাইন আহমদ,খেলায় ম্যানঅপদা ম্যাচ হন ফয়জুল হক মনা।

    টিম ম্যানেজার আশিকুর রহমান ও সহকারি টিম ম্যানেজার আকলু মিয়া জানান কাবাডি খেলা একটি ঐতিহ্যবাহী খেলা কিনন্তু এই খেলাটি আজ বিলুপ্তির পথে। সরকারের পাশাপাশি বৃত্তবানদের এ খেলাটি ধরে রাখতে হবে। ক্রীড়া সংস্থা  পদক্ষেপ নিতে হবে আরো ভাল করে।

    কোচ ও খেলোয়াড় মো: দেওলয়ান হোসেন  জানান ,নতুন প্রজন্মের খেলোয়াড়রা  উপজেলা এবং জেলা পর্যায়ে নিয়মিত টুর্ণামেন্ট না হওয়ায় এই খেলায় আসতে চাচ্ছে না কেউ । আর এ কারনেই নতুন খেলোয়াড় সৃষ্টি হচ্ছে না।

    যেখানে হাডুডু/কাবাডি সেখানেই উৎসব মূখরতা। আর এই উৎসবে মানুষের দাবী একটাই কাবাডি বাঁচাতে হবে। এর জন্য প্রয়োজন সরকারী পৃষ্টপোষকতার পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন হাডুডু/কাবাডী প্রেমীরা।