কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় ক্ষোভ ও নিন্দা  

    0
    219

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪জুনঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রোল বোমা হামলায় যাত্রী দগ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেন, গত জানুয়ারি থেকে টানা তিন মাস বিএনপি-জামাত নেতৃত্বাধীন জোট হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে বহু জানমালের ক্ষতি করেছে।

    তাদের গৃহীত জঘন্য এই কর্মসূচিতে জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। গত এপ্রিল থেকে খালেদা জিয়া আন্দোলনের কর্মসূচি থেকে পশ্চাদপসারণ করলে বোমা হামলা বন্ধ হয়। এতে জনমনে স্বস্তি ফিরে আসে।

    কিন্তু গত পরশু রাতে নতুন করে যাত্রীবাহী বাসে নতুন করে পেট্রোল বোমা হামলা বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র বলে প্রতিয়মান হয়। বিবৃতিতে এই জঘন্য হামলার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানেরও আহ্বান জানান। বিবৃতিতে বোমা হামলায় আহতদের দ্রুত উন্নত চিকিৎসা প্রদানের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।