কিবরিয়া হত্যা মামলায় ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

    0
    235

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫জানুয়ারীঃ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলায় ৩৫ আসামির মধ্যে ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টায় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আতাব
    উল্লাহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। এর আগে, সকালে কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলায় জেলে থাকা ১৪ জন আসামির মধ্যে ১১জন এবং জামিনে থাকা আট জন আসামিকে হবিগঞ্জ বিশেষ ট্রাইবুনাল-১ আদালতে হাজির করা হয়।
    জেলে থাকা অপর তিন আসামি বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ ও সিলেটের মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী আরিফ অসুস্থ থাকায় তাদের আদালতে
    হাজির করা হয়নি।এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১০ আসামি পলাতক রয়েছে। আসামিদের মধ্যে মৌলভীবাজার জেলার বড়লেখার আবু বকর ও চট্টগ্রামের ইউসুফের নাম-ঠিকানা ভূয়া থাকায় এবং ফরিদপুরের চৌরঙ্গীমুখর এলাকার আহসান উল্লাহ ২০০৬ সালে ভারতে পুলিশের এনকাউন্টারে মারা যাওয়ায় তাদের
    বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেননি আদালত।
    আদালতে বাদীপক্ষের সরকারি কৌসুলী
    ছিলেন এম আকবর হোসেন জিতু এবং
    আসামিপক্ষে আব্দুল হাই, মঞ্জুর উদ্দিন
    শাহীন ও সালেহ আহমেদ চৌধুরী অংশ
    নেন।
    এর আগে, ২০১৫ সালের ৫ আগস্ট মামলার
    তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র
    এএসপি মেহেরুন্নেছা পারুল ৩৫ আসামির
    বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল
    করেন।
    ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর
    উপজেলার বৈদ্যেরবাজারে জনসভা
    শেষে সভাস্থল ত্যাগ করার মূহুর্তে
    গ্রেনেড হামলায় নিহত হন সাবেক
    অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ
    পাঁচজন। ওই হামলায় অর্ধশতাধিক ব্যক্তি
    আহত হন।
    ঘটনার পর তৎকালীন জেলা আওয়ামী
    লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান
    হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য
    অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বাদী হয়ে
    হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা
    দায়ের করেন।