কাল শনিবার দেশের তফসিলভুক্ত ব্যাংক খোলা থাকবে

    0
    366

    আমারসিলেট24ডটকম,২৯নভেম্বরঃ ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার সুবিধায়  শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। ১০ম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গতকাল বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এই নির্দেশ জারি করা হয়।

    আগামী ২রা ডিসেম্বর আসন্ন  নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সার্কুলারে বলা হয়, আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী ৩০শে নভেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত ব্যাংকগুলোর সকল শাখা খোলা রাখার নির্দেশ দেয়া হচ্ছে। ব্যাংকে লেনদেন মনোনয়নপত্র দাখিলের সময় ব্যাংকের মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর পে-অর্ডারের জামানতের ২০ হাজার টাকা জমা দিতে হয়। ঋণ খেলাপি প্রার্থীরাও ঋণ পরিশোধ করে খেলাপির তালিকা থেকে নিজের নাম কাটাতে পারেন। অনেকে নিজেদের বকেয়া করও মনোনয়নপত্র দাখিলের আগে পরিশোধ করে থাকেন। এসব কাজের সুবিধার্থেই তফসিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।