কাল থেকে আশুলিয়ার সব পোশাক কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ

    0
    230
    কাল থেকে আশুলিয়ার সব পোশাক কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ
    কাল থেকে আশুলিয়ার সব পোশাক কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ

    ঢাকা, ১৬ মে : আগামীকাল শুক্রবার থেকে সাভারের আশুলিয়ায়বন্ধ থাকা সব পোশাক কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও নৌ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
    বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম জানান, আগামীকাল শুক্রবার পোশাক কারখানাগুলো বন্ধ থাকলেও এ দিনটিকে কার্যদিবস হিসেবে গ্রহণ করে শ্রমিকদের ওভার টাইম দেয়া হবে। শ্রমিকদের ওইদিন কারখানায় আসতে হবে না। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকা কারখানাগুলোর শ্রমিকদের ওই তিন দিনের কোনো মজুরি দেয়া হবে না। সভাপতি আরও বলেন, এটি আইনসম্মত। বেতন না দেয়ার সিদ্ধান্তে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
    এর আগে শ্রমিকদের অসন্তোষের জের ধরে গত সোমবার আশুলিায়ার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।