কাল ঢাকা জেলার তাবলীগী মুসল্লিদের ইজতেমা

    0
    216

    আমার সিলেট  24 ডটকম,১৩নভেম্বরঃ আগামীকাল বৃহস্পতিবার থেকে শুধু ঢাকা জেলার তাবলীগী মুসল্লিদের জন্য প্রথমবারের মতো টঙ্গীর তুরাগতীরে তাবলীগীদের বিশ্ব ইজতেমা মাঠে তিন দিনব্যাপী তাদের ইজতেমা শুরু হচ্ছে। তাবলীগীদের বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আগামী ২৪ জানুয়ারি তাদের আরেকটি ইজতেমা শুরু হওয়ার কথা।
    তাবলীগীদের বিশ্ব ইজতেমা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তাদের ইজতেমায় আসা মুসল্লির সংখ্যা প্রতিবছর বাড়ছে। নতুনদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে দুই থেকে আড়াই লাখ মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করছে তাবলীগীরা  বিশ্ব ইজতেমার মতোই এখানে তিন দিন তাদের মতে ইমান-আমল এবং তাবলিগের বিভিন্ন পরামর্শ ও দীনি দাওয়াত নিয়ে আলোচনা করা হবে। ১৬ নভেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।উল্লেখ্য, ভারতের মাওলানা ইলিয়াস মেওয়াতির আবিস্কৃত এই তাবলীগী পন্থায় বিভিন্ন দেশের মুসলিমরা অংশ গ্রহন করে থাকে।