কালিয়া পৌরসভায় ৭ মেয়র, ১০ সংরক্ষিত কাউন্সিলর এবং

    0
    206

    নড়াইলের ৪১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ডিসেম্বর,সুজয় কুমার বকসী: নড়াইল ও কালিয়া পৌরসভার নির্বাচনে শনিবার প্রার্থী যাচাই বাছাই পর্বের প্রথমদিন কালিয়া পৌরসভার ৭মেয়র, ১০ সংরক্ষিত কাউন্সিলর এবং নড়াইল পৌরসভায় ৪১ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন স্ব-স্ব রির্টানিং অফিসার ।

    কালিয়া পৌরসভায় বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আ’লীগের ওয়াহিদুজ্জামান হীরা, বিএনপির স ম ওয়াহিদুজ্জামান মিলু, স্বতন্ত্র প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটন, সেহেলী ইসলাম নিরী, বিএম ইমদাদুল হক টুলু, লায়েক শেখ ও এসএম ইকরাম রেজা।

    নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ রায়হান কাওছার নড়াইল পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন কাউন্সিলদের যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।

    এছাড়া কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার শেখ আনোয়ার হোসেন কালিয়া পৌরসভার ৭ মেয়র ও ১০ সংরক্ষিত কাউন্সিলরের কাউন্সিলদের যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।

    রবিবার নড়াইল পৌরসভার মেয়র ,সংরক্ষিত ও কালিয়া পৌরসভার সাধারণ কাউন্সিলর প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।