কার্ডিফে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্টের উদ্ভোধন

    0
    256

    সাইফুর রহমান চৌধুরী ও বদরুল: বৃটেনের কার্ডিফ শহরে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্টের (শহীদ মিনার) কাজের আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করা হয়েছে।

    বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী গ্রেইঞ্জমোর পাকে এখানকার বেড়ে উটা নব প্রজন্মের সন্তানদের সামনে আমাদের ভাষা,কৃষ্টি, সংস্কৃতি,ঐতিহ্য.সাফল্য  সম্ভাবনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাসহ বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে বৃটেনের  কার্ডিফে  ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার প্রতিষ্ঠার যে উদ্দোগ নেওয়া হয়েছিলো দীর্ঘ দিনের প্রচেষ্টার ফলে কার্ডিফ কাউন্টি  কাউন্সিলের  বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় আজ তাহা বাস্তবায়নের দারপ্রান্তে।
    কন্টাক্টটার কোম্পানীর সাথে কাজের জন্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার ট্রাষ্ট এর এগ্রিমেন্ট সাইনিং সফলতার সাথে সম্পন্ন হওয়ার পর গত ৫ নভেম্বর সোমবার ২ ঘটিকায় ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারের কাজের আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করা হয়েছে।
    এতে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে  বৃটেনে বাংলাদেশের হাই কমিশনার হিজ এক্সেলেন্সী মোহাম্মদ  নাজমুল কাওনাইন ,কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র রাইট অনারেবল ডানি রিস. যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বার্মিংহামের সহকারী হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হক ও লর্ড লিউট্যানেন্ট মরফুড মেরেডিথ. ও কাউন্সিলার দিলওয়ার আলী  উপস্থিত ছিলেন। এই মহতি অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি  ছাড়াও বক্তব্য রাখেন মনুমেন্ট ফাউন্ডার ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার আলী. মনুমেন্ট ফাউন্ডার ট্রাষ্টের ডেপুটি চেয়ারম্যান মোহাম্মদ সেরুল ইসলাম. মনুমেন্ট ফাউন্ডার ট্রাষ্টের সেক্রেটারী মোহাম্মদ মকিস মনসুর. ফাউন্ডার ট্রাষ্টি শেখ তাহির উল্লাহ. ফাউন্ডার ট্রাষ্টি মোহাম্মদ মুজিব. ফাউন্ডার ট্রাষ্টি আলহাজ আসাদ মিয়া. ফাউন্ডার ট্রাষ্টি সাইফুল আলম. ফাউন্ডার ট্রাষ্টি আব্দুস সালাম বুলবুল.ও ফাউন্ডার ট্রাষ্টি শামীম আহমদ সহ কার্ডিফ এবং পার্শ্ববর্তী এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
    এই মহতি প্রজেক্ট নির্মাণে এখন ও যারা অংশ নিতে চান. নিধারিত ফি দিয়ে ফাউন্ডার মেম্বার.৫০০০ পাউন্ড. লাইফ মেম্বার.১০০০ পাউন্ড. জেনারেল মেম্বার ৫০০ পাউন্ড.ও ১০০ পাউন্ড দিয়ে ফ্রেন্ডস অফ মনুমেন্টে  নাম লেখানো সহ  ঐতিহাসিক এই প্রজেক্ট নির্মাণে গর্বিত অংশীদার হওয়ার লক্ষ্যে স্পন্সর করা সহ সাবিক সহযোগিতার জন্য বৃটেনের সকল প্রবাসীদের প্রতি উদ্যোক্তাদের পক্ষ থেকে  বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
    এখানে উল্লেখ্য যে আগামী দু ‘মাসের ভিতরে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট শহীদ মিনারের কাজ সম্পাদন করার পর আগামীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানণীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে  ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করার ইচ্ছা রয়েছে বলে মনুমেন্ট ফাউন্ডার ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার  আলী ও মনুমেন্ট ফাউন্ডার ট্রাষ্টের সেক্রেটারী মোহাম্মদ মকিস মনসুর অভিমত ব্যাক্ত করেছেন।