কারা ভোগ শেষে ভারত থেকে ১২ যুবক-যুবতী দেশে ফিরছে

    0
    219

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮জানুয়ারী,এম ওসমান, বেনাপোল: ভালো কাজের আশায় প্রতারিত হয়ে ২ বছর আগে ভারত পাচার হওয়া ১২ জন যুবক-যুবতীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

    শুক্রবার সাড়ে রাত ৭ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট থেকে বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি ১০ যুবতীকে এবং যশোর রাইটস নামে একটি এনজিও সংস্থা ২জন যুবককে গ্রহন করে। পরে এনজিও সংস্থাগুলো তাদের শেল্টার হোম থেকে ১২ জন যুবক-যুবতীদের নিজ নিজ পরিবারের কাছে পৌছে দেবে।

    ফেরত আসা তরুনীরা হলেন, ঝিনাইদহের নয়নতারা (২৪), বাগেরহাটের আকলিমা (২১), নড়াইলের সাথী (২৯), ইতি (১৮), মৌলভিবাজারের শাপলা (২১), যশোরের হালিমা খাতুন (২৩), জেসমিন (১৭) আছিয়া (২৫), মোমেনা (৩০) আয়শা (২০) বাগের হাটের সাইফুল হাওলাদার (২৭)ও সাব্বির হাওলাদার (২০)

    বাংলাদেশ মহিলা আইজিবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী কর্মকর্তা এবিএম মুহিত হোসেন ও যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিক হোসেন জানান, ফেরত আসা যুবক ও যুবতীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে যশোর নিয়ে যাওয়া হবে। এরপর বাংলাদেশি এনজিও সংস্থার সহযোগীতায় স্বদেশ প্রত্তাবর্তন আইনে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

    ফেরত আসা মেয়েরা যদি বাংলাদেশি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় তারা আইনী সহযোগীতা করবেন বলেও জানান এই দুই কর্মকর্তা।