কানাইঘাট রামিজা বিদ্যালয়ের ক্রীড়া পুরষ্কার বিতরণ

    0
    223

    আমারসিলেট24ডটকম,২০ফেব্রুয়ারী,বদরুলঃ সিলেট জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, বর্তমান সরকার দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য মেয়েদের উচ্চ শিক্ষা পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার পথ সুগম এবং তাদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে শিক্ষার বিকাশ এবং উন্নয়নের উপর গুরুত্বারোপ করে নানা মুখী প্রদক্ষেপ গ্রহণ করেছেন। দেশবাসী তার সুফলও পাচ্ছে। তিনি জেলা পরিষদের পক্ষ থেকে গ্রামীন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সাধ্যানুযায়ী সহযোগিতা করা হবে বলে ঘোষণা দেন। আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ জমির উদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সমাজসেবী ডাঃ বিলাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মামুন আহমদ, ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন, সাংবাদিক নিজাম উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আব্দুন নুর, ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের সহকারী শিক্ষক জামিল আহমদ, স্বাগতা চক্রবর্তী, আলমগীর, কামরুন নাহার প্রমুখ।

    অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের দাবীর প্রেক্ষিতে উপজেলার নারীশিক্ষার একমাত্র বিদ্যাপীঠ রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে অর্থায়ন এবং ভবিষ্যতে স্কুলে অঢিটোরিয়াম নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সুফিয়ান চৌধুরী। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তিনি।