কানাইঘাট উপজেলা আ’লীগের ইউনিয়ন আহবায়ক কমিটি

    0
    252

    আমারসিলেট24ডটকম,২৩অক্টোবর,বদরুল ইসলামবিগত ১৩ সেপ্টেম্বর কানাইঘাট উপজেলা আ’লীগের অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ঝিমিয়ে পড়া মেয়াদোত্তীর্ণ সকল ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণা করতঃ উপজেলা কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কদের নিয়ে সকল ইউনিয়নে আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর সকাল ১১টায় পৌর মেয়রের কার্যালয়ে আ’লীগের আহবায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপিস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, রফিক আহমদ, লুকমান হোসেন, এড. আব্দুস সাত্তার, এড. মামুন রশিদ, ওলিউর রহমান, জালাল আহমদ, ফারুক আহমদ চৌধুরী, ফখর উদ্দিন শামীম ও রিংকু চক্রবর্তী । উপিস্থিত সদস্যদের সর্বসম্মতিতে প্রতিটি ইউনিয়নে একজন আহবায়ক ও ৬ জন যুগ্ম আহবায়ক করে ৭ সদস ̈ বিশিষ্ট ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়।

    আহবায়করা হলেন, ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির কয়ছর আহমদ চৌধুরী, ২নং ল২ীপ্রসাদ পশ্চিম ইউপির ফখর উদ্দিন, ৩নং দিঘীরপার ইউপির আলী হোসেন কাজল, ৪নং সাতবাঁক ইউপির মকদ্দছ আলী, ৫নং বড়চতুল ইউপির মুবশ্বির আলী, ৬নং কানাইঘাট সদর ইউপির ফয়জুর রহমান, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির আলা উদ্দিন, ৮নং ঝিংগাবাড়ী ইউপির জালাল আহমদ ও ৯নং রাজাগঞ্জ ইউপির আব্দুল আজিজ।

     উক্ত সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, উল্লেখিত ৭ সদস ̈ বিশিষ্ট ইউনিয়ন আহবায়ক কমিটি, উপজেলা কমিটির ১৩ জন আহবায়ক ও যুগ্ম আহবায়কদের সহযোগিতায় আগামী ৩০ অক্টোবরের মধে ̈ ৩১ সদস ̈ বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হবে।  উক্ত কমিটি সচিবের কাছ থেকে চিঠি পাওয়ার ৪৫ দিনের মধ্যে কাউন্সিলের মাধ ̈মে পূর্ণাঙ্গ কমিটি গঠনের তারিখ ধার্য ̈ করবেন।