কানাইঘাটে ৪৩তম মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন

    0
    224

    আমারসিলেট24ডটকম,৮মার্চ,বদরুল ইসলামঃ কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় ৪৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বিজয়ের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপেক্স, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কিন্তু আওয়ামীলীগ, বিএনপি, জাপা ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী শহীদ মিনারে ফুল দিতে আসেনি। এছাড়া বিষ্ণুপুর শহীদ মাজারে পুষ্পস্তবক অর্পন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। থানা প্রশাসন, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উদ্যোগে মনোমুগ্ধকর কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শনের সালাম গ্রহণ করেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী। পরে ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১১টায় স্কুল মাঠে লাখো কন্ঠের সাথে সুর মিলিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, প্রশাসনের কর্মকর্তা ও হাজারো জনতার উপস্থিতিতে গিনেজ বুকে স্থান করে নিতে একই সুরে আমার ‘সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ জাতীয় সঙ্গীত সবাই গেয়ে উঠেন। বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলে কানাইঘাটের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের/যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা সুবেদার অব. আফতাব উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট থানার ওসি (তদন্ত) বজলার রহমান, কৃষি কর্মকর্তা সুয়াইব আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল হক, ডেপুটি কমান্ডার খলিলুর রহমান, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, খলিলুর রহমান। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়া প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।