কানাইঘাটে শান্তিপুর্ণ হরতাল পালিত

    0
    231

    আমার সিলেট  24 ডটকম,১১নভেম্বর,জসিম উদ্দিনঃ ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘন্টার হরতালের ২য় দিন সোমবার শান্তিপূর্ণভাবে হরতাল চলছে।উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে বিএনপি ও জামায়াত উপজেলার বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে।যানবাহন চলাচল করতে দেখা যায়নি।বেশীরভাগ দোকান ছিল বন্ধ।আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। হরতালের সমর্থনে সোমবার সকাল সাড়ে ১১টায় ১৮ দলীয় জোট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে।এ দিকে উপজেলার গাছবাড়ী বাজারে বিএনপি ও জামাত আলাদা ভাবে পিকেটিং করেছে। ৮ন; ঝি;গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিনের নেতৃত্বে পিকেটিং ও মিছিল করা হয়।

    এতে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এখলাছুর রাহমান,উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শহিদ সিকদার,৮ন; ঝি;গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাঙ্গঠনিক সম্পাদক মকবুল হোসেন, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি উস্মান গনি,৮ন; ঝি;গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমাজ উদ্দিন,উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহার উদ্দিন,৮ ন; ঝি;গাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দিন,উপজেলা ছাত্রদল নেতা আহমেদ হোসাইন শাবল,গাছবাড়ী আইডিয়াল কলেজ ছাত্রদল নেতা আশিকর রাহমান,আবুল হাসনাত সাজ্জাদ,মাসুম আহমেদ,সোহেল আহমেদ,ফখরুল ইসলাম,তোফায়েল আহমেদ,মাহবুবর রাহমান সাদ্দাম,ইকবাল আহমেদ,নুর আহমেদ,শূয়াইব আহমেদ,কানাইঘাট ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা বিলাল আহমেদ(রুবেল),যুবদল নেতা শাহিন আহমেদ,বিলাল আহমেদ,আলিম উদ্দিন,মিছবা,প্