কানাইঘাটে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী

    0
    288

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবর,বদরুলইসলাম :সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম বলেছেন, গ্রামবাংলার জনপ্রিয় খেলা ফুটবলকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে উপজেলা পর্যায়ের খেলোয়াড়দের বেশি বেশি করে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করতে হবে। বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ  করেছে বলে জানান। জিয়াউল আলম গতকাল শনিবার বিকাল ২টায় কানাইঘাট মুলাগুল বাগান বাজার মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

    উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কানাইঘাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহ, মোস্তাফিজুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলম।

    উপস্থিত ছিলেন-লোভাছড়া চা বাগানের প্রধান ম্যানেজার আজিজুর রহমান, ইউপি সদস্য তমিজ উদ্দিন, আজিজুল আম্বিয়া, আলমাছ উদ্দিন, ইউপি সদস্য ছইফ উদ্দিন, প্রতাপ চন্দ্র দাস, সাংবাদিক নিজাম উদ্দিন প্রমুখ। হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে উদ্বোধনী ম্যাচে বন্ধন স্পোর্টিং ক্লাব ও ডেঞ্জার স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলাটি ১-১ গোলে ড্র হয়। ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান পূর্বে বিভাগীয় কমিশনার জিয়াউল আলম ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম কানাইঘাটের সীমান্তবর্তী লোভা পাথর কোয়ারী এলাকা নৌকাযুগে পরিদর্শন করেন। অপরদিকে বিকাল ৬টায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক কানাইঘাট পৌরসভার রামপুর গ্রামের খোকা বাবু ও বাবুল চন্দ্র দাসের বাড়ীতে পৃথক দুটি সার্বজনীন পুজামন্ডপ পরিদর্শন করে মন্ডপনেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করেন।

    এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন, পৌর মেয়র লুৎফুর রহমান, জেলা আ’লীগ নেতা মোস্তাক আহমদ পলাশ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী, কাউন্সিলর শরীফুল হক, জাহাঙ্গীর আলম জাহান, যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, জাহাঙ্গীর আলম রানা, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন সহ কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ।