কানাইঘাটে ছাত্রলীগ কর্মীদের হামলায় এক প্রবাসী আহত

    0
    220

    আমারসিলেট24ডটকম,০১মার্চ,বদরুলঃ কানাইঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিনের বিয়ের বর যাত্রার সময় মোটর সাইকেল সাইট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীদের হামলায় বরযাত্রী দুবাই প্রবাসী ফেরত এক যুবক গুরুতর আহত হওয়ায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, গতকাল শুক্রবার বিকেল অনুমান ২টার সময় ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিনের বর যাত্রার সময় কানাইঘাট পল্লীবিদ্যুৎ অফিসের সামনে মোটর সাইকেল ওভারটেক নিয়ে ছাত্রলীগ কর্মীদের সাথে মোটর সাইকেল আরোহী দুর্লভপুর গ্রামের নুর উদ্দিনের পুত্র প্রবাসী লাভলু (২৩) এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের ক্ষতিপয় নেতাকর্মীরা লাভলুর উপর চড়াও হলে সে তার মোটর সাইকেল ফেলে প্রাণ রক্ষার্থে দৌড় দিলে ছাত্রলীগ কর্মীরা তাঁকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত লাভলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা সিলেট ওমেক হাসপাতালে তাৎক্ষণিক প্রেরণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে লাভলুর আত্মীয়-স্বজন ও তার গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। লাভলুর উপর হামলার ঘটনায় তার স্বজনরা ছাত্রলীগ নেতা কাওছার আহমদসহ কয়েকজনকে দায়ী করেছেন। তবে ছাত্রলীগ নেতা কাওছার তার সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, বিষয়টি সামাজিক নিষ্পত্তির চেষ্টা চলছে। অপরদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার দস্তারবন্দী সম্মেলনে মহেষপুর মাঠে অবস্থিত একটি খোলা খাবারের রেষ্টুরেন্টের মালিক আলিম উদ্দিনের কাছ থেকে ২ হাজার টাকা চাঁদা নেওয়াকে কেন্দ্র করে মহেষপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র রোমান (২২) একই গ্রামের মৃত মশাইর পুত্র মজিদ (২০)সহ কয়েকজন ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে হামলা চালিয়ে আলিম উদ্দিনের খাবারের রেষ্টুরেন্ট ব্যাপক ভাংচুর করে। এসময় জলসায় আসা আরো ৩/৪টি দোকানে লুটপাঠ করা হয়। পরে খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রণ করে। হামলায় দোকান পাটের দেড়লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাজার লেসি শাহীন আহমদ জানিয়েছেন। তবে দোকান পাটে হামলা ও লুট পাটের ঘটনার সাথে ছাত্রলীগের কোন নেতাকর্মী জড়িত নয় বলে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন।