কানাইঘাটে চেয়ারম্যানও ভাইস চেয়ারম্যান পদে ২০ প্রার্থী

    0
    247

    আমারসিলেট24ডটকম,২৩ফেব্রুয়ারী,বদরুলঃ ৪র্থ দফায় তফসিল ঘোষিত আগামী ২৩ মার্চ সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী তাদের সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রবিবার জেলা রিটার্নিং অফিসার ও  উপজেলা সহকারী রিটার্নিং অফিসার নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার কার্যালয়ে তফসিল ঘোষিত মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন জেলা আ’লীগনেতা মোস্তাক আহমদ পলাশ, এমাদ উদ্দিন মানিক, অধ্যাপক লুকমান হোসেইন, নিজাম উদ্দিন আল মিজান, বিএনপি সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন, জামায়াত সমর্থিত আব্দুর রহিম ও জাতীয় পার্টি সমর্থিত মোঃ শাহাব উদ্দিন।

    ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আ’লীগনেতা জামাল উদ্দিন, সিরাজুল ইসলাম খোকন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রানা, বিএনপি সমর্থিত আজিজুল আম্বিয়া, জামায়াত সমর্থিত বর্তমান ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, জমিয়তে উলামায়ে ইসলামের মাওঃ আলীমুদ্দীন, হেফাজত নেতা আব্দুল করিম তারেক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আ’লীগ নেত্রী প্রভাতী রাণী দাস, মহিলা ইউপি সদস্যা নারীনেত্রী রুবি রাণী চন্দ, মরিয়ম বেগম, রুকসানা বেগম ও জাহানারা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে আগামী ২৬ ফেব্র“য়ারী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং আগামী ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রার্থীদের  প্রতীক বরাদ্দ দেওয়া হবে।