কানাইঘাটে ঘাতক বাস কেড়ে নিল শিশু তানভীরের জীবন

    0
    187

    আমারসিলেট24ডটকম,১০ফেব্রুয়ারী,বদরুলঃ বাবা মায়ের একমাত্র আদরের ধন চার বছরের শিশু তানভীর আলম স্কুলের ভর্তি হয়েও আর বাড়ী ফেরা হলো না। ঘাতক বাস বাবার চোখের সামনে নিষ্পাপ সন্তানের দেহ চিহ্ন বিচ্ছিন্ন করে প্রাণ কেড়ে নিল। নিভে গেল একটি পরিবারের সকল স্বপ্ন আশা। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেল ২টায় সিলেট- জকিগঞ্জ সড়কের কানাইঘাট জুলাই ব্রীজের পাশে। স্থানীয় জনতা বাসটিকে ধাওয়া দিয়ে আটক করলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা যায়, জুলাই ভবানীগঞ্জ গ্রামের বদরুল আমিন তার একমাত্র সন্তান শিশু তানভীর (৪) কে সড়কের বাজার ইন্টারন্যাশনাল স্কুলে স্ট্যান্ডার প্লে তে ভর্তি করে একটি অটোরিক্সা যোগে বাড়ী ফেরার পথে জুলাই ব্রীজের কাছে নামেন।

    এসময় সিলেট থেকে জকিগঞ্জ গামী দ্রুত গতির একটি বাস (যার নং- সিলেট-জ-১১-০৮৩২) শিশু তানভীরকে তার পিতার সামনেই সজোরে ধাক্কা দিলে গাড়ির নিচে পৃষ্ঠ হয়ে নারীভুড়ি বের হয়ে মাথার খুলি পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে কানাইঘাট থানার এস.আই মঈনুল হক ঘটনাস্থলে পৌঁছে শিশু তানভীরের ছিন্নবিন্ন লাশ উদ্ধার করে পরিবারের হেফাজতে দেন। স্থানীয় জনতার হাতে আটক বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

    এ ব্যাপারে এস.আই মঈনুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয় বিধাড়ক ও মর্মান্তিক। নিহত শিশু তানভীরের লাশ উদ্ধার করে পোষ্টমেডাম করতে চাইলে পরিবারের আপত্তির কারনে তাদের হেফাজতে দেওয়া হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শিশু তানভীরের হত্যাকারী বাস চালককে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন কানাইঘাট উপজেলা শাখা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সভাপতি সাংবাদিক মাহবুবুর রশিদ, সিনিয়র সহসভাপতি সাংবাদিক আব্দুন নুর, সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন।