কানাইঘাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

    0
    196

    আমারসিলেট24ডটকম,১০ডিসেম্বর,কানাইঘাট প্রতিনিধিঃ আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০১৩ উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গত সোমবার পৌর শহরে দূর্নীতি বিরোধী মানববন্ধন,র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্টিত হয়। বিকেল ৪টায়  ডাকবাংলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মহিউদ্দিন। প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক নিজাম উদ্দিনের পর্চিালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কানাইঘাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম মামুন।

    বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান,কানাইঘাট ডিগ্রি কলেজের প্রভাষক এবাদুর রহমান,সাংবাদিক আব্দুন নূর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসেন,সদস্য মাষ্টার শাহাব উদ্দিন,সাংবাদিক মাহবুবুর রশিদ,হেলাল আহমদ,জাহিদ হাসান, শিক্ষার্থী মাছুম আহমদ প্রমূখ। সভায় বক্তারা বলেন রাষ্ট্রীয় ভাবে দূর্নীতি বন্ধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হলে দূর্নীতি দমন কমিশনকে সকল ক্ষমতা প্রধান করতে হবে। পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে সবাইকে দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের আহবান জানানো হয়।