কাতারে করোনা পজিটিভে মৃত্যুবরণকারীর দাফন-কাফন মৌলভীবাজারে সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: কাতারে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী সিলেটের মৌলভীবাজার জেলার এক ব্যক্তির লাশ দেশে আসলে দাফন-কাফন করল শেখ বোরহান উদ্দিন সোসাইটি কোভিড-১৯ টিম নামে একটি বেসরকারি সংগঠন।

বোরহানউদ্দিন সোসাইটির সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার জগৎ পুর গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী মোঃ আজির মিয়া (৩৮) গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে কাতারের একটি হাসপাতালে ভর্তি হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল মৃত্যুবরণ করেন। তার লাশ আজ বৃহস্পতিবার ২২এপ্রিল দেশে আসলে দাফন কাফনের জন্য তাদের সাথে যোগাযোগ করলে সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এই দাফনে অংশগ্রহন করেন সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব,মহা সচিব মিজানুর রহমান রাসেল, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল,কোভিড-১৯এর টিম লিডার মুহাম্মদ আশরাফুল খাঁন রুহেল,দপ্তর সচিব সিরাজুল হাসান, টিম মেম্বার সোহান রহমান,ইয়াসিন তালুকদার,মারুফ আহমদ খান পাভেল, নাঈম আহমেদ সানি, নাঈম আহমেদ।

উল্লেখ্য,মৌলভীবাজার জেলার সামাজিক সেচ্ছাসেবী এ সংগঠন ২০০১সাল থেকে অার্থ মানবতার কল্যানে নিবেদিত একঝাঁক তরুন মেধাবীদের নেতৃত্বে কাজ করছে জেলার শিক্ষা ও সমাজ উন্নয়নে। করোনা ভাইরাসে মৃত্যুবরনকারীদের সে যে কোন ধর্মের হোকনা কেন কোন বিনিময় ছাড়াই ছুটে যায় দাফন-কাফন ও সৎকারে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটির দাফন-কাফন ও সৎকার টিম।

জীবনের এই শেষ যাত্রায় আত্বীয় স্বজন কিংবা প্রতিবেশীরা নিরাপদ দুরত্ব থেকে দেখছেন কেউ কাছে আসছেন না করোনা উপসর্গের ভয়ে। ভাইরাস শুরু হওয়ার পর থেকে জেলার ৭ টি উপজেলায় দাপন কাপন ও সৎকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ সংগঠনটি সহ আরো দু-একটি সংগঠন।