কাতারের প্রতি সম্মান দেখাতে তুরস্কের আহ্বান

    0
    272

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০১জুলাই,ডেস্ক নিউজঃ   তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক বলেছেন, চলমান সংকট নিরসন করার ক্ষেত্রে সৌদি আরব ও অন্য আরব দেশগুলোকে কাতারের অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। এজন্য তিনি দু পক্ষের মধ্যে আন্তরিক সংলাপ অনুষ্ঠানের আহ্বান জানান।

    গতকাল (শুক্রবার) আংকারা সফররত কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন মুহাম্মাদ আল-আতিয়ার সঙ্গে বৈঠকে ফিকরি এসব কথা বলেছেন। তিনি সমস্যায় জড়িত দু পক্ষকেই ভ্রাতৃপ্রতীম দেশ বলে উল্লেখ করেন। তবে সংকট শুরুর পর থেকে তুরস্ক জোরালোভাবে কাতারের পক্ষে অবস্থান নিয়েছে। এ জন্য কাতারে অবস্থিত তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধের জন্য চাপ সৃষ্টি করেছে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো।

    ফিকরির সঙ্গে বৈঠকের পর আল-আতিয়া জানান, কাতারে তুর্কি সামরিক ঘাঁটির বিষয়টিই আলোচনায় প্রাধান্য পেয়েছে। তিনি বলেন, “কাতার ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার প্রেক্ষাপটে আমার এ সফর অনুষ্ঠিত হচ্ছে।”পার্সটুডে