কর্নেল অলি বিএনপিতে সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে চান

    0
    203

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩জানুয়ারী: বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বিএনপিতে ফিরে যাবার ইচ্ছা পোষণ করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বীর বিক্রম। তবে সেই জন্য বিএনপিকেও এলডিপির বেশ কিছু দাবি মানতে হবে বলে জানিয়েছেন সাবেক এই বিএনপি নেতা। রোববার সকালে চট্টগ্রাম নগরীর লালদীঘি পাড়ে নিজ বাসায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

    এলডিপি চেয়ারম্যান বলেন, ‘এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যাবার জন্য এখনো সেই রকমের আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। তবে বেশ কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আমার বাসায় গিয়ে বিএনপিতে একীভূত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে বিয়ষটি নিয়ে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিংবা দলটির মহাসচিব কেউই আমার সাথে এ বিষয় নিয়ে কোনো কথা বলেননি। সে কারণে আমিও বলতে পারছিনা, আমরা বিএনপিতে একীভূত হচ্ছি।

    কর্নেল অলি আরো বলেন, বিএনপি একটি বড় দল। তারা হচ্ছে আমেরিকার মত বড় দেশ আর আমরা হচ্ছি ভূটানের মত ছোট দেশ। সেই হিসাবে আমিতো আর বিএনপিতে গিয়ে বিএনপির চেয়ারম্যান হয়ে যাব সেটি না। তবে আমাদের দলেও বেশ কয়েকজন বড় মাপের নেতা রয়েছে। আগামী সংসদ নির্বাচনে তাদের মনোনয়নের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। সেখানে আমারও একটা সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে হবে।

    আনুষ্ঠানিক প্রস্তাব পেলে তখন সেটি আমাদের দলীয় ফোরামে আলোচনার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব।’ সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা এলডিপির সভাপতি নুরুল আলম তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট কপিল উদ্দিন, আনোয়ার হোসেন লিপুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।