করোনা আপডেটঃ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত-১৬১৭,মৃত্যু-১৬

    0
    219

    নিজস্ব প্রতিনিধিঃ  করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীর সাথে  লড়াই করে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন এবং গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৬১৭ জন। যা এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ রেকর্ড।

    এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬,৭৩৮ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা পৌছাল ৩৮৬ জনে।  ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০,২০৭টি।

    দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১৪ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ ৫,২০৭ জন। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৩ জন মহিলা।

    বুধবার(২০ মে)করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

     তিনি সবাইকে করোনা প্রতিরোধে ঘন ঘন হাত ধোঁয়া, স্বাস্থ্যসম্মত খাবার, স্বাস্থ্য সম্পর্কিত নিয়মাবলী মেনে চলার আহবান জানিয়েছেন।

    দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

    আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে সারা বিশ্বে ৫০ লাখ ২৯৫ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ৩ লাখ ২৫ হাজার ১৫১ জনে । এছাড়া  সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ  ৭০  হাজার ৯১১ জন।