করোনা আপডেটঃমৃত্যু-২১ শনাক্ত-১১৬৬ ,নমুনা পরীক্ষা-৫৪০৭

    0
    248

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২২ জনে। এ ছাড়া, এ সময়ের মধ্যে নতুন করে এক হাজার ১৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জনে পৌঁছে গেল।

    আজ (মঙ্গলবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    তিনি বলেন, নতুন করে যারা মারা গেছেন, তাদের ১৪ জন পুরুষ, সাতজন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগে চারজন এবং বরিশাল বিভাগের দুজন রয়েছেন। ২০ জন মারা গেছেন হাসপাতালে এবং একজন মারা গেছেন বাসায়। বয়সের দিক থেকে ১ থেকে ১০ বছরের একজন, ১১ থেকে ২০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব তিনজন, সত্তরোর্ধ্ব একজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী একজন রয়েছেন।

    নাসিমা সুলতানা জানান, আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪০৭টি। তার মধ্যে এক হাজার ১৬৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। আজ শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ।

    তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৪৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন।

    প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

    নারায়গঞ্জ হটস্পট

    করোনাভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৫জন। এতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৭০ জন। মৃত্যু সংখ্যা ৭২ জন। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯৪ জন। মঙ্গলবার (২৬ মে) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।

    তথ্যমতে, এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা-আড়াইহাজার উপজেলায় ৯৮ জন, বন্দর উপজেলায় ৬৮ জন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১০১৫ জন, রূপগঞ্জ উপজেলায় ২৩৯ জন, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৭৭২ ও সোনারগাঁও উপজেলায় ১৭৮ জন। পুরো জেলায় মোট ২৩৭০ জন।

    ২৪ ঘণ্টায় পুলিশের ১৫২ জন সদস্য আক্রান্ত

    প্রাণঘাতি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় পুলিশের ১৫২ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে আক্রান্ত হলেন ৪ হাজার ৫৩ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৪ জন পুলিশ সদস্য। তাছাড়া, এ পর্যন্ত করোনা আক্রান্ত পুলিশের মধ্যে ১১১৯ জন সদস্য সুস্থ হয়েছেন।

    বান্দরবানে সোয়েটার কারখানা লকডাইন

    বান্দরবানের মেঘলা এলাকায় অবস্থিত জেলার একমাত্র সোয়েটার কারখানা লুম্বিনী লিমিটেডের এক শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে গতকাল সন্ধ্যায় ওই কারখানাটি লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন। একইসঙ্গে কারখানাটির ৫৪১ জন শ্রমিককে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বান্দরবান জেলা সদরের মেঘলা পর্যটন কেন্দ্র এলাকার অবস্থিত সম্পূর্ণ রপ্তানীমুখী এ কারখানাটিতে শ্রমিকের সংখ্যা প্রায় সাড়ে পাঁচশ।পার্সটুডে