করোনা আপডেটঃআজ শনাক্ত-৯৬৯ জন,১১ জনের মৃত্যু

    0
    242

    সারা দেশে ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৭৩ জনের নমুনা পরিক্ষা  

    জহিরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৯৬৯ জন। একই সময় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ জন।

    আজ মঙ্গলবার  সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইনে   প্রেস ব্রিফিংয়ে  এই তথ্য জানানো হয়।

     প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৪ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরে ৫ জন, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে একজন করে, চট্টগ্রাম বিভাগে ২ জন ও সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

     সারা গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭১ থেকে ৮০ বছর বয়সী ২জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

    গতকাল সোমবার মারা গেছে ১১ জন। গত ২৪ ঘণ্টায়ও মারা গেছেন ১১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৫০ জন।

    গতকাল সোমবার সংক্রমিত মানুষ শনাক্ত হওয়ার সংখ্যা জানানো হয়েছিল ১ হাজার ৩৪ জন।

    আজকের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৬ হাজার ৬৬০ জন শনাক্ত হলেন।

    আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪৫ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

    প্রেস  ব্রিফিংয়ের তথ্যমতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৭৩ জনের করোনা পরীক্ষা করা হয়।

     উল্লেখ্য  গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত আক্রান্ত ব্যক্তির শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম  করোনায় সংক্রমিত আক্রান্ত ব্যক্তির  মৃত্যুর ঘটনা ঘটে।