করোনা আতংক থাকলেও নামাজীদের ভিড় মসজিদে

    0
    241

    স্বাস্থ্য বিধি মেনেই পবিত্র ঈদের সালাত আদায়, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর জন্য রহমত কামনা।

    নিজস্ব প্রতিনিধিঃ করোনা আতংক থাকলেও নামাজীদের ভিড় মসজিদে মসজিদে। স্বাস্থ্য বিধি মেনেই পবিত্র ঈদের সালাত আদায়, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর জন্য রহমত কামনা করেছেন দেশের বিভিন্ন মসজিদের মুসুল্লিরা।

    ঈদকে ঘিরে প্রতিবছর বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছাস লেগে থাকলেও তা এবার কিছুটা ম্লান করে দিয়েছে মহামারী করোনাভাইরাস আতঙ্ক। করোনা সংক্রমণ বিস্তার রোধে এবার খোলা মাঠের পরিবর্তে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে মসজিদের ভেতরে সরকার কর্তৃক ঘোষিত নিয়ম অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।

    আজ সোমবার সকাল ৭টা থেকে দেশের সকল মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রায় মসজিদে ২/৩/ বার করে জামাত শেষে খুতবা পেশ করা হয়। এর পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

    মোনাজাতে দেশ ও জাতির পাশাপাশি বিশ্ব বাসীর মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে। এছাড়া মোনাজাতে সব উম্মতে মোহাম্মদির গুনাহ মাফ চাওয়া হয়েছে। সব মৃত ব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়েছে। যেকোনও বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য ও প্রার্থনা করা হয়েছে।

    স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত, জামাত শেষে কোলাকুলি ও হাত মেলাতে মানা থাকায় সেগুলো মেনেই ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। নামাজ শেষে  তেমন একটা দেখা যায়নি হাত মেলানো বা কোলাকুলি করতে।তবে গ্রামাঞ্চলের চিত্রে কিছুটা ভিন্নতা রয়েছে।

    এদিকে, দেশে সকাল ৭টা থেকে ঈদের  জামাত শুরু হলেও পৌনে ১১ টা পর্যন্ত চলে বিভিন্ন অঞ্চলে ঈদের এই জামাত।